রাজধানীর ২৯ স্থান সহ ১১ জেলায় করোনা রোগী শনাক্ত

0
409
রাজধানীর ২৯ স্থান সহ ১১ জেলায় করোনা রোগী শনাক্ত
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, আজ রোববার ৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে ৮৮ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ৫২ জন্য। এই ৫২ ব্যক্তির বাস রাজধানীর ২৯টি স্থানে। আর বাকি লোকজন দেশের ১১ জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে আইইডিসিআর।

সারা দেশে ৮৮ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাঁদের জেলার নাম বলা হয়েছে। এর মধ্যে রাজধানীর ৫২ জনসহ ঢাকা জেলায় ৫৪ জন আক্রান্তের তথ্য দিয়েছে আইইডিসিআর। তবে সুনির্দিষ্টভাবে আক্রান্ত ৫২ জন কোথায় থাকতেন সেই এলাকার নাম বললেও ২ জন আক্রান্তের এলাকার নাম দেওয়া হয়নি।

রাজধানীর ২৯টি স্থানে ৫২ জন করোনা শনাক্ত হয়েছেন। স্থানগুলো হলো:

১. বাসাবোয়ঃ ৯ জন।
২. মিরপুরের টোলারবাগঃ ৬ জন।
৩. পুরান ঢাকার শোয়ারিঘাটঃ ৩ জন।
৪. বসুন্ধরাঃ ২ জন।
৫. ধানমন্ডিঃ ২ জন।
৬. যাত্রাবাড়ীঃ ২ জন।
৭. মিরপুর-১০ঃ ২ জন।
৮. মোহাম্মদপুরঃ ২ জন।
৯. পুরোনো পল্টনঃ ২ জন।
১০. শাহ আলী বাগঃ ২ জন।
১১. উত্তরাঃ ২ জন।

রাজধানীর বাকি ১৮টি স্থানে একজন করে করোনা রোগী পাওয়া গেছে। এ স্থানগুলো হলো বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, ইস্কাটন, গুলশান, গ্রিনরোড, হাজারীবাগ, জিগাতলা, মিরপুর কাজীপাড়া, মিরপুর-১১, লালবাগ, মগবাজার, মহাখালী, নিকুঞ্জ, রামপুরা, শাহবাগ, উর্দু রোড ও ওয়ারী।

করোনার হানা যে ১১ জেলায়ঃ

১. ঢাকাঃ ৫৪ জন ।
২. মাদারীপুরঃ ১১ জন।
৩. নারায়ণগঞ্জঃ ১১ জন।
৪. গাইবান্ধাঃ ৫ জন।

বাকি ৭ জেলায় একজন করে ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জেলাগুলো হলো গাজীপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, শরীয়তপুর, রংপুর ও চট্টগ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here