রাজধানীর দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের ‘সততা স্টোর’ উদ্বোধন

0
331

খবর৭১:রাজধানীর দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে রাজধানীর কাকরাইলস্থ উইলস লিটল ফ্লওয়ার স্কুল অ্যান্ড কলেজে এবং উদয়ন বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম।

দুদক ও ইউএনডিপি’র যৌথ উদ্যোগে এ দুটি ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। এ নিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে ৬৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের সততা স্টোর স্থাপন করা হলো।

উইসল লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেন, দেশের বিদ্যালয়সমূহে সততা স্টোর স্থাপন কমিশনের দুর্নীতি প্রতিরোধমূলক কর্মসূচিরই অংশ। এই স্টোরে সকল শিক্ষা উপকরণ থাকবে, এগুলোর মূল্য তালিকা থাকবে, ক্যাশ বাক্স থাকবে, তবে দোকানি কিংবা সিসি ক্যামেরা থাকবে না। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনে মূল্য তালিকা দেখে প্রয়োজনীয় টাকা ক্যাশ বাক্সে রেখে মূল্য পরিশোধ করবে।

তিনি বলেন, দেশের ছয়শতাধিক বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়েছে। এসব সততা স্টোরগুলো সঠিকভাবেই পরিচালিত হচ্ছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here