রাজধানীতে র‌্যাবের অভিযানে ওএমএসের ২১৫ টন চাল-আটা জব্দ

0
253

খবর৭১ঃরাজধানী ঢাকার সরকারি একটি গুদাম ও কয়েকটি বাজারে অভিযান চালিয়ে ২১৫ টন চাল ও আটা জব্দ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এসব খাদ্যপণ্য কালোবাজারে বিক্রি করা হয়েছিল বলে জানিয়েছে বাহিনীটি।

তেজগাঁও সরকারি খাদ্যগুদাম, কাকরাইল, কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেটে শনি ও রোববার এই অভিযান চালানো হয়।

র‌্যাব বলেছে, খোলা বাজারে সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য নির্ধারিত এসব চাল ও আটা অবৈধভাবে বিক্রি করা হয়েছিল।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য ঢাকার বিভিন্ন অঞ্চলে ১৪১টি ট্রাকে করে এসব চাল ও আটা বিক্রি করার কথা। তা না করে খাদ্য গুদামের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা এসব কালোবাজারে বিক্রি করেছিল।

তিনি জানান, শনিবার রাতে কালোবাজারে পাচারের সময় তেজগাঁও সরকারি খাদ্যগুদাম থেকে আটক করা হয় চাল ও আটাভর্তি ৮টি ট্রাক।

তিনি বলেন, এগুলোর মধ্যে তেজগাঁও রেল ক্রসিং এলাকা থেকে চারটি ও কাকরাইল এলাকা থেকে অন্য ট্রাকটি আটক করা হয়।

এছাড়া তিনটি ট্রাককে গুদামের সামনে থেকে চাল-আটার বস্তাসহ আটক করা হয়।

অন্যদিকে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে জব্দ করা হয় ওএমএসের ১০০ টন আটা ও চাল।

সারোয়ার আলম বলেন, রাত ৩টার দিকে আমরা কৃষি মার্কেটের ১১টি দোকানে অভিযান চালিয়ে সরকারি বস্তায় থাকা একশ টন চাল ও আটা জব্দ করি। তবে কৃষি মার্কেটের দোকান মালিকরা অভিযানের খবর পেয়েই পালিয়ে যান।

পুরো বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে প্রতিবেদন আকারে দেয়া হবে। অনুসন্ধান করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দুদককে অনুরোধ জানানো হবে বলে জানান র‌্যাবের এই ম্যাজিস্ট্রেট।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here