রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৪ জন গ্রেফতার

0
600

খবর৭১:রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত থানা পুলিশ, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের সমন্বয়ে চলে এই বিশেষ অভিযান।

এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জানিয়েছে, গ্রেফতারের পর ৬৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে। এছাড়াও এ সময় তাদের কাছ থেকে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫৫ গ্রাম হেরোইন, ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১৯ বোতল ফেন্সিডিল ও ১৫টি ইনজেকশন উদ্ধার করা হয়।

এছাড়া বৃহস্পতিবার মাদকবিরোধী অভিযানে ৭২ জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here