রাজধানীতে বিদ্যুতের সাড়ে ৮ লাখ প্রি-পেমেন্ট মিটার স্থাপনের উদ্যোগ

0
173

খবর৭১ঃ রাজধানীতে বিদ্যুতের সাড়ে আট লাখ প্রি-পেমেন্ট মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের(ডিপিডিসি) আওতাধীন এলাকায় প্রি-পেমেন্ট মিটার স্থাপনসংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

এটি নিয়ে মোট ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে খরচ হবে তিন হাজার ৮৮ কোটি ৩৫ লাখ টাকা।

এর মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে দুই হাজার ৩৯ কোটি ৮৮ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৬৯৭ কোটি ৯৩ লাখ টাকা ও বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫০ কোটি ৫৪ লাখ টাকা খরচ করা হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here