রাঙ্গামাটির হত্যাকাণ্ড ‘সুপরিকল্পিত’: বিবৃতিতে ফখরুল

0
255

খবর৭১ঃ রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্বরত কর্মকর্তাদের ওপর আক্রমণ ও হত্যাকাণ্ডকে ‘সুপরিকল্পিত’ বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৯ মার্চ) বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করে আশু সুস্থতা কামনা করছি। একইসঙ্গে এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ভোটারবিহীন উপজেলা নির্বাচনে দখলদারিত্ব নিয়ে ক্ষমতাসীন দলের লোকেরা নিজেরাই খুনখারাপিতে লিপ্ত হয়ে পড়েছে। গণতন্ত্রহীনতা ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের অনুপস্থিতির কারণেই নির্বাচন নিয়ে দুর্বৃত্তদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।’

হিংসা-বিদ্বেষ ক্ষমতাসীনদের রাজনৈতিক কর্মসূচি হওয়ার কারণে মানুষ হত্যার মত নারকীয় ঘটনা ঘটছে মন্তব্য করে তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জনপদের পর জনপদে রক্তগঙ্গা বইছে। সরকার হুমকি ও আতঙ্ক সৃষ্টি করেই ক্ষমতায় টিকে থাকতে চায়। এখন সন্ত্রাসের ব্যাধিতে আক্রান্ত বাংলাদেশ।’

ফখরুল বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মধ্যরাতে ব্যালট বাক্স ভর্তি করে ক্ষমতা দখলের প্রক্রিয়ায় উদ্বুদ্ধ হয়েছেন স্থানীয় পর্যায়ে দুর্বৃত্তরা। জনগণের কাছে জবাবদিহিতা নেই বলেই ক্ষমতাসীন নেতারা স্থানীয় ক্ষমতা দখল করতে হিংসা প্রতিহিংসার প্রতিযোগিতায় রক্ত ঝরাচ্ছে।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারে অধীনে কোনও নির্বাচনকে জনগণ বিশ্বাসযোগ্য মনে করে না। এই সরকার জনগণের আস্থা থেকে অনেক দূরে সরে গেছে। বিরোধীদলহীন একদলীয় শাসনই এই সরকারের টিকে থাকার একমাত্র ভরসা। তাই দেশকে বিরোধীদলহীন করার জন্য সরকার তার সরকারি যন্ত্রকে যত্রতত্রভাবে ব্যবহার করছে।’

তিনি বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিশ্চিহ্নকরণের যাবতীয় উদ্যোগ আয়োজনে সরকারের কোনও কমতি নেই।’

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব নেদারল্যান্ডেসের ইউট্রেখট শহরে একটি ট্রামে বন্দুকধারীদের গুলিতে ৩ জন নিহত ও ৯ জন আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি এই রক্তাক্ত সন্ত্রাসী হামলাকে কাপুরুষোচিত বলেও উল্লেখ করেন।

বৈশ্বিক সন্ত্রাসবাদের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘অজ্ঞাত বন্দুকধারী সন্ত্রাসীরা মানবজাতি ও সভ্যতার শক্র। পৃথিবীর দেশে দেশে সন্ত্রাসবাদীদের রক্তাক্ত উত্থান মানবজাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে উগ্রবাদীরা তাদের রোগের বিস্তার ঘটাচ্ছে বিশ্বময়।’

প্রসঙ্গত, গতকাল সোমবার উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের তিনটি কেন্দ্র থেকে নির্বাচনকর্মীরা ফেরার পথে তাদের ওপর সশস্ত্র হামলা হয়। বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের নয় মাইল এলাকায় ওই হামলায় দুই পোলিং অফিসারসহ ৭ জন নিহত হন, গুলিবিদ্ধ হন আরও অন্তত ১১ জন। ওই ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করা হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here