রমজানের রোজা যাদের ওপর ফরজ

0
334

খবর৭১:রোজা পালনের জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত। যারা এ শর্তের আওতায় থাকবে তাদের জন্য রোজা রাখা ফরজ বা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে যারা এই (রমজান) মাস পাবে, তারা যেন এ মাসে রোজা পালন করে। (সুরা বাক্বারা : আয়াত ১৮৫)

বান্দার প্রতি রোজা ফরজ হওয়ার জন্য যে শর্তগুলো বিদ্যমান থাকা আবশ্যক, তা হলো,
* মুসলমান হওয়া। অমুসলিমের ওপর রোজার বিধান প্রযোজ্য নয়;

* বালেগ বা সাবালক তথা প্রাপ্ত বয়স্ক হওয়া। অপ্রাপ্ত বয়স্ক নাবালেগদের ওপর রোজা ফরজ নয়;

* আকল সম্পন্ন হওয়া। পাগল, মস্তিষ্ক বিকৃত লোকের ওপর রোজা ফরজ নয়;

* রোজা পালনে সামর্থবান হওয়া।

* মুসাফির না হওয়া। (কারণ মুসাফিরের জন্য রোজা ফরজ নয়)
আবার অনেকের ওপর রোজা ফরজ হওয়ার শর্ত পাওয়া যাওয়া সত্বেও সাময়িক অবস্থার প্রেক্ষিতে তাৎক্ষণিক রোজা রাখার বিধান স্থগিত থাকে। আর তা হলো,

* নারীদের হায়েয বা ঋতুস্রাব। যা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারীদের প্রতি মাসে হয়ে থাকে, যদি সে গর্ভবতী না হয়। এবং

* নিফাস (সন্তান জন্মদান পরবর্তী সময়) থেকে পবিত্র থাকা। কারণ নারীরা হাফেজ ও নিফাস চলাকালীন সময়ে অপবিত্র থাকে। আর অপবিত্র থাকা অবস্থায় রোজা রাখা যায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here