রবিবার পর্যন্ত পোশাকশিল্পে ১৪৯ কোটি মার্কিন ডলারের ক্রয়াদেশ বাতিল

0
463
রবিবার পর্যন্ত পোশাকশিল্পে ১৪৯ কোটি মার্কিন ডলারের ক্রয়াদেশ বাতিল

খবর৭১ঃ
করোনা ভাইরাসের থাবায় বিশ্বব্যাপী পোশাকের বিকিকিনি অস্বাভাবিক হারে কমে গেছে। এর ধাক্কা লেগেছে দেশের প্রধান এই রপ্তানি পণ্যে। গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর হিসাবে, আজ রবিবার পর্যন্ত ১ হাজার ২০০ কারখানার রপ্তানি আদেশ বাতিল হয়েছে। যার পরিমাণ ১৪৯ কোটি মার্কিন ডলার। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা।

বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারখানা মালিকরা একের পর এক ক্রয়াদেশ বাতিল হওয়ার খবর জানাচ্ছেন।

তিনি আরো বলেন, ক্রয়াদেশ বাতিল না করতে ইতোমধ্যেই বিজিএমইএ বিদেশি ক্রেতাদের সংগঠন ব্র্যান্ড ফোরামকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে। বিশেষত শ্রমিকদের বেতনভাতা পরিশোধের ব্যবস্থা স্বাভাবিক রাখতে এ অনুরোধ জানানো হয়। অবশ্য ক্রেতাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আশার খবর শোনা যায়নি।

উদ্যোক্তারা জানিয়েছেন, অর্ডার বাতিল হলে অনেকেই তারল্য সংকটে পড়বেন। সেক্ষেত্রে শ্রমিকদের বেতনভাতা, ব্যাংকের পাওনা পরিশোধের ক্ষেত্রে সংকট তৈরি হতে পারে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here