রংপুর বিভাগীয় কবিতা উৎসব সৈয়দপুরে অনুষ্ঠিত

0
438

মিজানুর রহমান মিলন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
(শুক্রবার) রংপুর বিভাগীয় কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে সৈয়দপুরে। শহরের রসুলপুস্থ থিম পার্ক চত্বরে রংপুর সাফল্য প্রকাশনীর আয়োজনে দুই পর্বে দিনব্যাপী ওই উৎসব হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ইমরোজ সোহেল।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুরের কবি মাজহারুল ইসলাম সরকার, কবি মাসদ মুস্তাফিজ, রংপুরের কবি অধ্যাপক ফখরুল আনাম বেঞ্জু, নীলফামারীর কবি আব্দুর রউফ, বগুড়ার কবি ইসলাম রফিক, লালমনিরহাটের কবি মনিরুজ্জামান শাহিন।
এতে সভাপতিত্ব করেন রংপুরের সাফল্য প্রকাশনীর প্রকাশক কবি নাসরিন নাজ।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধার কবি আবু নাসের সিদ্দিক তুহিন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কবি অ্যাড. আবুল কাশেম, কবি মোর্শেদা বেগম, কবি সুনীল সরকার, কবি মাহফুজ-উল- হাসান, কবি কুশল চন্দ্র রায়, কবি ফৌজিয়া শানু মীরা, কবি এস. এম আতাউর রহমান ও কবি খেয়ালী মোস্তফা প্রমূখ।
কবিতা উৎসবের আলোচনা সভা শেষে উপস্থিত কবিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দ্বিতীয় পর্বে উৎসবে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। পরে তাদের আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
দিনবাপী রংপুর বিভাগীয় কবিতা উৎসবে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা,বগুড়া জেলার দুই শতাধিক কবি ছাড়াও রংপুরস্থ সাফল্য কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here