রংপুর কারাগারে ব্যারিস্টার মইনুল হোসেন

0
267

খবর৭১ঃ ঢাকা থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কড়া পুলিশি পাহারায় তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রোববার সকালে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সশরীরে উপস্থিত করানো হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার মোহাম্মদ আমজাদ হোসেন।

তিনি জানান, শনিবার বিকাল সাড়ে ৪টায় তাকে পুলিশি পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

উল্লেখ্য, দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টিকে নিয়ে ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টিভির একটি অনুষ্ঠানে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মইনুল হোসেনের বিরুদ্ধে ২২ অক্টোবর রংপুরে মামলা দায়ের করে নারী অধিকারকর্মী মিলিমায়া বেগম। ওই মামলাতে রোববার তাকে আদালতে হাজির করা হবে।

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির ঘটনায় রংপুরের ওই মামলাতে ২২ অক্টোবর সন্ধ্যায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেফতার হয়। পরে তাকে আদালতে নিয়ে জামিন আবেদন জানালে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here