রংপুরে মোমবাতি জ্বালিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা!

0
230

খবর ৭১ঃ রংপুরে সোমবার বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা।

জেলার প্রায় সব পরীক্ষাকেন্দ্রে একই অবস্থা থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

রংপুর নগরীর শালবন এলাকায় সরকারি রোকেয়া কলেজকেন্দ্রে সরেজমিন গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা মোমবাতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছেন।

কয়েক পরীক্ষার্থী জানান, সকাল থেকে পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ নেই। কক্ষগুলো অন্ধকার, তাই বাধ্য হয়ে মোমবাতি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন তারা।

রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী জানান, রোববার রাতে ঝড় হওয়ায় নগরীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন। তবে কয়েকটি কেন্দ্রে চার্জার লাইট ও ব্যাটারি দিয়ে বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নেয়া হচ্ছে।

এ ব্যাপারে পিডিবির এক কর্মকর্তা বলেন, রোববার মধ্যরাতে ঝড় হওয়ায় বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। এ ছাড়া বিদ্যুৎ লাইনে গাছপালা পড়ায় দুটি ফিডার ছাড়া সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here