রংপুরে খাদেম হত্যায় জেএমবির ৭ সদস্যের ফাঁসি

0
270

খবর৭১: রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জেএমবির সাত সদস্যের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া এ মামলায় ছয় আসামি খালাস পেয়েছেন।

রোববার রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন।

রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড় মাজারের খাদেম রহমত আলীকে (৬০) ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

এ মামলায় ১৩ আসামির মধ্যে ১১ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। অন্য দুজন পলাতক রয়েছেন।

তারা হলেন- জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (৩৩), সদস্য ইছাহাক আলী (৩৪), লিটন মিয়া ওরফে রফিক (৩২), সাখাওয়াত হোসেন ওরফে রাহুল (৩০), আবু সাঈদ (৩০), তৌফিকুল ইসলাম সবুজ (৩৫), সরওয়ার হোসেন সাবু ওরফে মিজান (৩০), সাদাত ওরফে রতন মিয়া (২৩), জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী (২৬), বাবুল আখতার ওরফে বাবুল মাস্টার (৩৫) এবং উত্তরাঞ্চলের কমান্ডার বিজয় ওরফে আলী ওরফে দর্জি (৩০)।

পলাতক দুই আসামি হলেন- রাজীবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ওরফে বাঁধন (২৫) ও চান্দু মিয়া (২০)।

মামলার ১৩ আসামির মধ্যে মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক এবং সাখাওয়াত হোসেন ওরফে রাহুলকে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গত বছরের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here