যৌন কেলেঙ্কারি: মার্কিন আরও এক আইনপ্রণেতার পদত্যাগ

0
378

খবর৭১: যুক্তরাষ্ট্রের আরও একজন আইনপ্রণেতা যৌন হয়রানির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন। দেশটির ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির টেক্সাস রাজ্য থেকে নির্বাচিত ওই আইনপ্রণেতার নাম ব্লেক ফ্যারেন্টহোল্ড ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে এ খবর প্রকাশ করা হয়। খবরে বলা হয়, ব্লেক ফ্যারেন্টহোল্ড মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য। ফ্যারেন্টহোল্ড তার সাবেক পুরুষ সহযোগী মাইকেল রেকোলাকে যৌন হয়রানির অভিযোগে তদন্তাধীন রয়েছেন।

রেকোলা বৃহস্পতিবার সিএনএনকে এক সাক্ষাৎকারে বলেছেন, ফ্যারেন্টহোল্ডের অসদাচরণের শিকার হয়ে তিনি এতটাই ভেঙে পড়েন যে, তাকে মানসিক চিকৎসা নিতে হয়েছিল।

এর আগে ২০১৪ সালে ফ্যারেন্টহোল্ডের সাবেক মুখপাত্র লরেন গ্রিন তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেন। মীমাংসার মাধ্যমে তিনি তার কাছ থেকে ৮২ হাজার ডলার পেয়েছিলেন।

যৌন হয়রানি ও লিঙ্গ-বৈষম্যের অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করা মার্কিন কংগ্রেসম্যানদের মধ্যে তার অবস্থান চার নম্বরে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here