যৌন কেলেঙ্কারি ইস্যুতে চিলির ৩১ বিশপের সবারই পদত্যাগ

0
405

খবর ৭১ঃ চার্চে শিশুদের ওপর যৌন নিপীড়ন এবং তা ধামাচাপা দেয়ার মতো কেলেঙ্কারিতে জড়িত হওয়ার জেরে চিলির ৩১ জন বিশপের সবাই পদত্যাগ করেছেন। জানা গেছে, ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।

এসময় নিপীড়নের শিকার শিশু ও তাদের পরিবারসহ চার্চের কাছে ‘গুরুতর ভুল এবং সত্য গোপন করার জন্য’ ক্ষমা চেয়েছেন তারা। টানা তিনদিনের আলোচনা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিশপ লুই ফার্নান্দো রামোস পেরেজ এবং হুয়ান ইগনাসিও গোনজালেজ এরাজুরিজ।

ভ্যাটিকানের ইতিহাসে একইসঙ্গে একটি দেশের সব পোপের পদত্যাগপত্র জমা দেয়ার ঘটনা এটাই প্রথম। ভ্যাটিক্যান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে গতকাল (শুক্রবার) এক বৈঠকের পর চিলির সব বিশপ নজিরবিহীনভাবে পদত্যাগ করেন। তবে এসব বিশপের পদত্যাগপত্র পোপ গ্রহণ করেছেন কিনা তা পরিষ্কার নয়।

পোপ বলেছেন, ‘এ ঘটনায় আমরা সবাই দায়ী, তবে সবার আগে আমি দায়ী এবং একজনের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে কেউ এ থেকে রেহাই পেতে পারি না।’ লসএঞ্জেলেস টাইমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here