যে কারণে শ্রেয়া ঘোষাল ও লেডি গাগা ছাড়া কারও সঙ্গে ডুয়েট গাইবেন না নোবেল

0
456
যে কারণে শ্রেয়া ঘোষাল ও লেডি গাগা ছাড়া কারও সঙ্গে ডুয়েট গাইবেন না নোবেল
লেডি গাগা, নোবেল ও শ্রেয়া ঘোষাল (বাঁ থেকে)। ছবিঃ জি নিউজ।

খবর৭১ঃ

ডুয়েট গান গাইতে চান না নোবেল। শুধু তাই নয়, নিজের ব্যান্ড দল ছাড়া অন্য সংগীত শিল্পীদের সঙ্গে কাজ করা নিয়েও আপত্তি রয়েছে তার। এমনটাই জানিয়েছেন জি বাংলার রিয়েলিটি শো সারেগামাপা-র তৃতীয় স্থানাধিকারী নোবেল।

একইসঙ্গে প্লে ব্যাকে নিজের ব্যান্ড ছাড়া অন্যদের সঙ্গে কাজ করতেও আপত্তি রয়েছে তার। নোবেলের খোলামেলা উত্তর, সিনেমায় ব্যান্ডদল নিয়েই কাজ করছি।

সিনেমায় সোলো গাইবেন? ডুয়েট গাইবেন না? এব্যাপারেও একটা শর্ত রয়েছে নোবেলের। তার কথায়, যদি লেডি গাগা হয় তাহলে তার সঙ্গে ডুয়েট গাইতে পারি। উপমহাদেশে আমার প্রিয় শ্রেয়া ঘোষাল, তার সঙ্গেও গাইতে পারি। বাংলাদেশ বা ভারতের কারও সঙ্গে ডুয়েট করব না।’ এমনকি সারেগামাপা-র বিচারক মোনালি ঠাকুরের সঙ্গেও নোবেল গান গাইবেন না বলে জানিয়েছেন।

সম্প্রতি জাতীয় সংগীত নিয়ে বিতর্কে জড়িয়েছেন নোবেল। বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার বাংলা’ গানটির তুলনায় প্রিন্স মাহমুদের গান ‘সোনার বাংলা’ অনেক বেশী করে দেশকে চেনায়।

এটা অবশ্যই তার ব্যক্তিগত মতামত বলেও জানিয়েছেন ভারতীয় জি বাংলার জি বাংলার রিয়েলিটি শো সারেগামামাপা খ্যাত শিল্পী নোবেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here