যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিচার দাবিতে ফ্রান্সে বিক্ষোভ

0
227

খবর৭১: যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবিতে মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ হয়েছে।

ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা থামাতে ইউরোপীয় দেশগুলোর সফরে বর্তমানে ফ্রান্সে রয়েছেন নেতানিয়াহু।

বিক্ষোভে অংশ নেয়া ১৯ বছর বয়সী এক কিশোরী বলেন, আমরা এখানে নেতানিয়াহুকে হ্যালো বলতে এসেছি। তাকে ও বিশ্বকে স্মরণ করিয়ে দিতে চেয়েছি যে, ইসরাইলি বাহিনী গত মাসে ১২৫ নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

সংহতি প্রকাশের জন্য তার হাতে একটি ফিলিস্তিনি পতাকাও ছিল। ফ্রান্স-ইসরাইল সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক যৌথ প্রকল্প উদ্বোধন এবং ইরানের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সমর্থন আদায়ে প্যারিস সফরে নেতানিয়াহু।

২০ বছর বয়সী চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী ইয়াসমিন বলেন, ফিলিস্তিনি প্যারামেডিক রাজন আল নাজ্জারকে অমানবিকভাবে হত্যায় আমরা উদ্বিগ্ন।

ইসরাইলি যুদ্ধাপরাধে আমরা ব্যথিত। নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর যেভাবে বিস্ফোরক বুলেট ছোড়া হয়েছে, তা আমাদের ব্যথিত করে বলে জানিয়েছেন ৬৫ বছর বয়সের জ্যাকুইজ।

গ্রান্ড প্যালেইস প্রদর্শনী হলে সামনে থেকে প্রথমে বিক্ষোভ শুরু হয়েছে। যেখানে দুই দেশের যৌথ প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা।

বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছে। এতে এক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here