যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা ভঙ্গ

0
268

খবর৭১:ডিসেম্বর ৬ থেকে সুইডেনের স্টকহোমে ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে আলোচনা শুরু হয়। হুদায়দায় যুদ্ধবিরতির বিষয়ে গুরুত্বপূর্ণ সমঝোতার মধ্যদিয়ে ১৪ ডিসেম্বর শেষ হয় আলোচনা। এরপর জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি সমর্থিত সরকারি বাহিনী এবং হাউথি বিদ্রোহীরা মঙ্গলবার (১৮ ডিসেম্বর) থেকে ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হুদায়দায় যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এ অস্ত্রবিরতি চার বছর ধরে চলমান গৃহযুদ্ধের অবসান আনার প্রক্রিয়ার শুরু বলে ধারণা করা হয়েছিলো। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা ভঙ্গ করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বিরতির কথা বললেও সেখানে এখনো বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে।

সরকার সমর্থক এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, বিদ্রোহীরা হুদায়দার পূর্বে সরকারি বাহিনীকে লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে। এর পর সেখানে সংঘর্ষ চলছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here