যুগে যুগে সুবিধাভোগী মীরজাফরদের জন্ম হয়- হতাশ হবার কিছুই নেইঃ কমরেড সাইদ আহাম্মেদ

0
231
খবর ৭১ঃ
২০ দলীয় জোটের শরীক বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর প্রধান এবং জোটের শীর্ষনেতা কমরেড সাইদ আহাম্মেদ এক বিবৃতিতে বলেন-
সরকারী অনুচররা ২০ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে এতে জোটের কোন ক্ষতি হয়নি, কারন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভাল। লোভ-লালসা যাদের মধ্যে কাজ করে তারা দেশপ্রেমিক হতে পারেনা, তারা জাতির শত্রু।
২০ দলীয় জোটে আমরা সম-মর্যাদার ভিত্তিতেই অবস্থান করছি। বিএনপি আমাদের পূর্ণ মর্যাদা দিচ্ছে, আগামীতেও তার ব্যতিক্রম হবেনা এটাই আমাদের বিশ্বাস।
কমরেড সাইদ বলেন- জেবেল রহমান গানি ও খোন্দকার গোলাম মোর্ত্তজারা লোভ-লালসায় পড়ে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার প্রত্যাশায় সরকারী ছত্রছায়ায় ২০ দলীয় জোট ছেড়ে চলে গেছে। এতে ২০ দলীয় জোট তথা বিএনপির কোন ধরনের ক্ষতি হবে না। বরং দল ত্যাগকারীরাই ক্ষতিগ্রস্ত হবে এবং নিজেদেরকে বেঈমান হিসেবে জাতির সামনে প্রতিষ্ঠিত করলো।
আপোসহীন দেশনেত্রী, বিদ্রোহী কন্ঠস্বর, গণমানুষের মুক্তির দিশারী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার  নেতৃত্বে স্বৈরাচার পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) ২০ দলীয় জোটে ছিল এবং আগামীতেও থাকবে- ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here