যুক্তরাষ্ট্র সীমানন্তে শরণার্থীদের জন্য সাময়িক বন্ধ

0
290

খবর৭১:মেক্সিকোর তাইজুয়ানা নগরী থেকে শত শত শরণার্থী মার্কিন সীমান্তে ভিড় করায় মার্কিন কর্মকর্তারা কয়েক ঘন্টার জন্য মেক্সিকোর সঙ্গে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বন্ধ করে দেয়। বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দেশটির কর্তৃপক্ষ বলছে, রবিবার (২৫ নভেম্বর) সান ইসিদ্রো সীমান্ত পয়েন্ট বন্ধ করে দেয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব শরণার্থীর প্রতি নিন্দা করেছেন।

ট্রাম্প মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়ার হুমকির মাত্র তিন দিন পর এ ঘটনা ঘটল।

ক্যালিফোর্নিয়ার সানডিয়াগোর কর্মকর্তারা জানান, তারা সাময়িকভাবে সান ইসিদ্রো সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছেন। এটি দুই দেশের মধ্যে ব্যস্ততম সীমান্ত রুট। এই রুট দিয়ে যানবাহন ও মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। নির্দেশটি কয়েকঘন্টা পর তুলে নেয়া হয়।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here