যুক্তরাষ্ট্রে সাকিব কন্যার প্রথম স্কুল(ভিডিও)

0
345

খবর৭১ঃ ছয় বছর আগে ২০১২ সালের ডিসেম্বরে প্রেমকে বিয়েতে রুপ দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিয়ে করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরকে। বিয়ের ঠিক তিন বছরের মাথায় সাকিব-শিশিরের ঘর আলো করে আসে কন্যা আলাইনা হাসান অউব্রি।

২০১৫ সালের ৯ নভেম্বর জন্মগ্রহণ করা সাকিব কন্যার বয়স এখন ২ বছর ৯ মাস। শুরু হয়েছে তার শিক্ষা জীবন। যুক্তরাষ্ট্রের একটি প্রি-স্কুলে ভর্তি করা হয়েছে সাকিব-শিশিরের কন্যাকে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) ছিল অব্রির স্কুলের প্রথম দিন। হেসে-খেলে আর ঘুরে বেড়িয়েই প্রথম দিনটি কাটিয়েছে অউব্রি।

প্রথম শ্রেণীর মূল ধারার পড়াশুনা শুরুর আগে বাচ্চাদের স্কুলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্যই প্রি-স্কুলের ব্যবস্থা আছে বিশ্বের অনেক দেশেই। বাংলাদেশেই কয়েক বছর থেকে প্রি-স্কুল পদ্ধতি বেশ ভালোভাবেই চালু হয়েছে।
প্রি-স্কুলে বাচ্চাদের অক্ষরের সাথে পরিচয় করে দেওয়া হয়। এছাড়া ছড়া বলা, রং চেনার পাশাপাশি খেলাধুলার দিকেও নজর দেওয়া হয় এখানে। এরকম এক স্কুলের যাত্রা শুরু করেছে সাকিবকন্যা। আর এই অভিজ্ঞতাই কন্যার স্কুলে প্রথম দিন কাটানোর বেশ কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শিশির। ছবির ক্যাপশনে লেখেন, ‘স্কুলের প্রথম দিন #আমার মেয়ে #দ্রুত বড় হচ্ছে #মাশাআল্লাহ #প্রিস্কুলার।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here