যুক্তরাষ্ট্রে বন্ডের দাম কমলেও বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

0
319

খবর৭১:ডলার ও যুক্তরাষ্ট্রে বন্ডের দাম কমলেও বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। গতকাল (সোমবার) বিশ্ববাজারে স্পট সোনার দাম ০.৮ শতাংশ বেড়ে হয়েছে আউন্সপ্রতি ১ হাজার ৩৩৮.৯৭ ডলার, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। গত সপ্তাহে স্বর্ণের দাম ১.৪ শতাংশ কমেছিল।

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রাগুলোর বিপরীতে ডলারের দাম কমেছে ০.৩ শতাংশ। গত সপ্তাহে ডলারের দাম বেড়েছিল ০.৯ শতাংশ। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রেও স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে দাড়িয়েছে আউন্সপ্রতি ১ হাজার ৩৪১.৯ ডলার।

স্বর্ণের বাজার নিয়ে ওসিবিসির বিশ্লেষক বার্নাবাস গ্যান বলেছেন, বিশ্ব অর্থনীতি গতিশীল হওয়ায় প্রবৃদ্ধি ক্ষুধা বেড়েছে, সুতরাং এ মুহূর্তে স্বর্ণের মূল্যবৃদ্ধি নিরাপদ বিনিয়োগের চাহিদা বেড়েছে এ কারণে নয়, বরং মুদ্রাবাজারে দরপতনের কারণেই এমনটি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এ মুহূর্তে মূল্যস্ফীতির চাপের কারণে স্বর্ণের দাম কিছুটা বাড়ছে, তবে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ালে সে ক্ষেত্রে ডলারের চাহিদা বাড়বে।

গতকাল (সোমবার) বিশ্ববাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। ১.১ শতাংশ বেড়ে রুপার আউন্সপ্রতি দাম দাঁড়িয়েছে ১৬.৭২ ডলার। – রয়টার্স
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here