যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে ‘বন্দুকযুদ্ধ’, আহত ৭

0
326

খবর৭১ঃযুক্তরাষ্ট্রে হ্যালোইন পার্টিতে চলা ‘বন্দুকযুদ্ধে’ আহত হয়েছেন সাতজন। তাদের এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানা যায়নি।

পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রোববার রাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রিভারসাইড শহরের সেভিলা নামক নাইটক্লাবে হ্যালোইন পার্টি চলছিলো। হঠাৎ করেই সেখানে উপস্থিত লোকজনের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

তারা ক্লাবের ভিতর থেকে আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয় হাসপাতালগুলোতে গুলিবিদ্ধ আরো পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন বলে খবর পাওয়া যায়।

তবে পুলিশের এক কর্মকর্তা জানান, আহতদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছেন, যখন গোলাগুলি শুরু হয় তিনি তখন নাচছিলেন। এসময় তিনি দেখতে পান কিছু লোক গোলাগুলি শুরু করেছে। আর ভয়ার্ত লোকজন ক্লাবের ভিতর থেকে বেরিয়ে আসার জন্য ছুটোছুটি করছে। এসময় ওই প্রত্যক্ষদর্শী যুবক প্রাণ বাঁচাতে বারের পিছনে লুকিয়ে পড়েন এবং প্রার্থণা করতে থাকেন।

তাৎক্ষণিকভাবে এই বন্দুক লড়াইয়ের স্পষ্ট কোনো কারণ জানা যায়নি।

তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে, ক্লাবের অভ্যন্তরে একদল লোক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে গোলাগুলি শুরু হয়। এসময় ক্লাবের ভিতর ও বাইরে থেকেও গুলি বিনিময় হয় বলে পুলিশ জানিয়েছে। এই হামলার সঙ্গে কোনো দস্যু বা ডাকাত দলের সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

রিভারসাইড শহরটি লস এঞ্জলস থেকে ৫৫ মাইল দূরে অবস্থিত।

সূত্র: হিন্দুস্তান টাইমস
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here