যুক্তরাষ্ট্রে দুই পুলিশকে গুলি করে হত্যা

0
457

খবর৭১: যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-এন্থনি মোরেলি (৫৪) ও এরিক জোয়েরিং (৩৯)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে এ খবর প্রকাশ করা হয়।

রাজ্য পুলিশের প্রধান জ্যো মোর্বিটজার সাংবাদিকদের জানান, দুপুরে ওয়েস্টারভিলের একটি অ্যাপার্টমেন্টে গোলাগুলির খবর পেয়ে সেখানে গেলে তাদের গুলি করা হয়। এন্থনি মোরেলি ২৯ বছর ও এরিক জোয়েরিং ১৬ বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন।

জ্যো মোর্বিটজার আরো জানান, জরুরি নম্বর ৯১১-তে কল আসার পর তারা সেখানে যান। পুলিশের ভালো কর্মকর্তাদের মধ্যে ওই দুজন ছিলেন অন্যতম। তাদের কাছে কল আসে এবং তারা নিজেদের দায়িত্ব পালন করেন। এ ঘটনায় আহত এক সন্দেভাজন পুলিলি হেফাজতে স্থানীয় হাসপাতালে রয়েছেন।

ওহাইওয়ের গভর্নর জন ক্যাসিচ বলেন, তাদের মৃত্যু শুধু ওয়েস্টারভিলের জন্যই নয়, পুরো ওহাইওর জন্য দুঃখজনক।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে লেখেন, ‘আমার প্রার্থনা ও সভানুভূতি রয়েছে নিহত দুই পুলিশ কর্মকর্তা, তাদের পরিবার ও ওয়েস্টারভিলের সবার প্রতি।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here