যুক্তরাষ্ট্রের সমর্থনে খাসেগি হত্যাকান্ডে:ইরানের প্রেসিডেন্ট

0
266

খবর৭১:ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি মন্তব্য করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনেই এই নিকৃষ্টতম কাজ করেছে সৌদি।

গতকাল বুধবার ইরানি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে তিনি এসব কথা বলেন।
ইরানি বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানা গেছে।

রুহানি বলেছেন, জামাল খাশোগিকে সৌদি কন্স্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে। তুর্কি তদন্ত রিপোর্টে এটি পরিষ্কার হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া কোনো দেশ এ ধরনের হত্যাকাণ্ড ঘটাতে পারে না। মার্কিন সরকার খাশোগি হত্যার ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছে। মিত্র সৌদি আরবকে বাঁচাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র।

রুহানি বলেন, খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা পুরো পাশ্চাত্য ও মানবাধিকারের কথিত নেতাদের জন্য বিরাট পরীক্ষা।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here