যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুত চীন

0
396

খবর৭১:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আমদানিকৃত পণ্যদ্রব্যের ওপর কর বসানোর ঘোষণাতে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটি যদি অযাচিত কর আরোপ করে তাহলে চীনও ছেড়ে কথা বলবে না বলে জানিয়েছে।

সম্প্রতি মার্কিন কর আরোপের ঘোষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছে চীন।

বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, “বাণিজ্য যুদ্ধের পথ বেছে নেয়াটা নিশ্চিতভাবেই ভুল পদক্ষেপ। তবে এমন যুদ্ধ শুরু হলে তার উপযুক্ত জবাব দেয়ার জন্য চীন প্রস্তুত রয়েছে। ’

বাণিজ্য যুদ্ধ শুরু করলে এর উপযুক্ত জবাব দেয়া হবে বলে জানিয়েছে চীন। পাশাপাশি এমন যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজে এবং অন্যরাও ক্ষতির শিকার হবে বলে জানিয়েছে চীন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ কর আরোপের পরিকল্পনা ঘোষণার পর চীন এ ঘোষণা দিল।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here