যুক্তরাজ্যে অ্যাসাঞ্জের ৫০ সপ্তাহের কারাদণ্ড

0
540

খবর৭১ঃ উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে দোষীসাব্যস্ত করেছে লন্ডনের একটি আদালত। জামিন নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রায় সাত বছর আগে যুক্তরাজ্যের একটি আদালত থেকে জামিন নেওয়ার পর লন্ডনে একুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। বিচার এড়াতে সেখান থেকে তিনি আর বের হননি।

অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ ২০১০ সালে পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছিলেন।

যার মধ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আফগান যুদ্ধসম্পর্কিত ৭৬ হাজার এবং ইরাক যুদ্ধ সম্পর্কিত আরো ৪০ হাজার নথি ছিল। যা যুক্তরাষ্ট্র সরকার ও পেন্টাগনকে চরম বেকায়দায় ফেলে দেয়।

গোপন নথি ফাঁসের অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা চলছে।
শুরুতে একুয়েডর সরকার অ্যাসাঞ্জকে দৃঢ় সমর্থন করলেও নানা অভিযোগ তুলে গত মাসে লন্ডনের দূতাবাস থেকে তাকে বের করে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here