যুক্তরাজ্যের ভূমিতে রাশিয়া নার্ভ গ্যাস হামলা

0
316

খবর৭১:পক্ষত্যাগী এক গোয়েন্দাকে হত্যার জন্য যুক্তরাজ্যের ভূমিতে রাশিয়া নার্ভ গ্যাস হামলা চালিয়েছে বলে জাতিসংঘের মানবাধিকার পরিষদে অভিযোগ করেছে যুক্তরাজ্য। শুধু তাই নয়, এ অভিযোগে ইতোমধ্যেই রাশিয়ার ২৩ কূটনীতিককে বহিষ্কারের কথা ঘোষণা করছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে তার দেশে নার্ভ এজেন্ট ব্যবহারের ধৃষ্টতা দেখানোর ব্যাখ্যা দিতে রাশিয়াকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। হত্যাচেষ্টার ঘটনায় সোভিয়েত যুগের নার্ভ এজেন্ট কিভাবে ব্যবহৃত হল সে ব্যাখ্যাই দাবি করেছিলেন তিনি।

গত সোমবার যুক্তরাজ্যের সলসবারি শহরে নার্ভ অ্যাজেন্ট প্রয়োগ করা হয় রাশিয়ার সাবেক দুই গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর।

অন্তত পাঁচ জায়গায় ফরেনসিক তদন্ত চালানোর পর যুক্তরাজ্যের তদন্তকারীরা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়। এরপর রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেয় যুক্তরাজ্য।

অবশ্য রাশিয়া এ ঘটনায় তাদের হাত নেই বলে দাবি করে আসছে। রুশ কর্মকর্তারা বলেছেন, নার্ভ এজেন্টের নমুনা হাতে না পাওয়া পর্যন্ত তারা ব্রিটিশ প্রধানমন্ত্রীর আল্টিমেটামের জবাব দেবে না।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here