যারা সহনীয় পর্যায়ে ঘুষ খেতে বলে তাদের মুখে দুর্নীতিবাজ কথা লজ্জা জনক

0
411

 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা সমবায় দলের সভাপতিমাহবুবুর রহমান মবুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় চেয়ারম্যান, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা, কৃষক নেত্রী ও সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। এসময় তিনি বলেন, সরকার মিথ্যা মামলায় দিয়ে খালেদা জিয়ার ভয়ে সারা দেশ জুড়ে পুলিশ দিয়ে ঘিরে রেখেছে। ৩/৭ দিন যাবত, তাতে বুঝা যাচ্ছে যে, জিয়ার সৈনিকদের কন্ঠ রোধ করতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে পুলিশ, কিন্তু জিয়ার সৈনিকদের কন্ঠ রোধ করতে পারবে না। আমরা যে ভাবেই হোক আমাদের প্রতিবাদ সভা সফল করবোই ইনশাআল্লাহ। মনে হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের ভয়ে সরকার অস্থির হয়ে উঠেছে। তাই আইন শৃংখলা বাহিনীকে ব্যবহার করে গ্রেফতার করেও কোন লাভ হচ্ছে না। মানুষ এসবের মধ্যে ফূসে উঠে তীব্র নিন্দার ঝড় তুলছে আমরা এই ঘটনার তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। এই সরকারের এমপি মন্ত্রীরা বেগম খালেদা জিয়ার সম্পর্কে যে ভাবে কথা বলছে তাদেরও মনে রাখা উচিত তাদের মুখে এই সব কথা মানায় না। সরকারের শিক্ষামন্ত্রী বলেন, সহনীয় পর্যায়ে ঘুষ খেতে। পত্রিকায় প্রকাশিত হওয়ার পরেও দুর্নীতি বাজ এবং যারা অর্থ লুট করে খায় তাদের মুখে এসব কথা বেমানান। তারা চান এসব দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে। এটাও দূর আশা মাত্র আল্লাহ একজন আছেন এবং এদেশের মানুষ সব কিছু বুঝে। তাই খালেদা জিয়াকে বন্দি করা হলেও মুক্ত খালেদা জিয়ার চেয়েও বন্দি খালেদা জিয়া আজ বেশী শক্তিশালী।
সভায় আরও বক্তব্য রাখেন, সমবায় দলের সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম, বিএনপির সাবেক সভাপতি আলমগীর হোসেন, শ্রমিক দলের সভাপতি এমতাজ সরকার, সেচ্ছাসেবক দলের সভাপতি সাদি, যুবদল নেতা আবুল কালাম, মৎস দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আন্তজেলা ট্রাক শ্রমিক দলের আঃ জলিল, ছাত্র দলের নিরব, মেহেদী, মুস্তাকিম,মুন্না ,কাওছার প্রমূখ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here