যাত্রী সংকটে আরও তিনটি হজ ফ্লাইট বাতিল

0
240

খবর৭১ঃ সৌদি আরবগামী হজের পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় আরও তিনটি ফ্লাইট বাতিল ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়ে গত ২৭ জুলাই থেকে বিমানের ১০টি হজের বিশেষ ফ্লাইট বাতিল করা হলো।

শুক্রবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

তিনি জানান, পর্যাপ্ত হজযাত্রী না পাওয়ায় আমরা তিনটি ফ্লাইট বাতিল ঘোষণা করেছি। ফ্লাইট বিজি ১০৪৫ এবং বিজি ৭০৪৫ বাতিল ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২৭ জুলাই পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় দুটি (বিজি-১০৪৫ ও বিজি-৭০৪৫), ৩১ জুলাই একটি (বিজি-৩০৫৭), ১ আগস্ট দুটি (বিজি-৩০৫৯ ও বিজি-৫০৫৯) ও বৃহস্পতিবার দুটি হজ ফ্লাইট (বিজি-১০৬৩ ও বিজি-৫০৬১) বাতিল ঘোষণা করেছিল বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ যাত্রী বহন করবে এবং একইভাবে সৌদি এয়ারলাইন্স বাকি অর্ধেক যাত্রী পরিবহন করবে। বিমান ৬৩ হাজার ৫৯৯ যাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭ হাজার ১৯৮ যাত্রী। বাকি ৫৬ হাজার ৪০১ যাত্রী যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

হজ দুই মাস ধরে শিডিউলসহ মোট ৩৫৯টি ফ্লাইট পরিচালনা করা হবে। যার মধ্যে ২৯৮ ডেডিকেটেড এবং ৬১টি শিডিউল ফ্লাইট।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here