যাত্রাপুরে ভাঙ্গাপোল ভৈরব নদীতে ভাঙ্গন ,জোয়ারের পানিতে প্লাবিত ৪টি গ্রাম

0
478

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ভৈরব নদীর ভাঙ্গন আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ইউনিয়নের রহিমাবাদ, মগরা, জোয়ারেরকুল ও বাগমারা গ্রাম। দুপুরে জোয়ারের উপচে পড়া পানির কারনে রুপসা-বাগেরহাট সড়কে যাতায়াতকারীদের পড়তে হয়েছে নানা বিড়াম্বনায়। এদিকে, এদিন দুপুরে ইউনিয়নের রহিমাবাদ এলাকায় ভাঙ্গনের কবলে পড়ে জোয়ারের পানিতে ভেসে উম্মে হাবিবা (১১) নামে ৪র্থ শ্রেনীর এক ছাত্রী গুরুত্বর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিৎকিসার জন্য তাৎক্ষনিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মা লাকি বেগম জানান, জোয়ারের উপচে পড়া পানির তীব্র স্রোতে পা পিছলে পড়ে গিয়ে তার একমাত্র সন্তান (মেয়ে) মারত্মক আহত হয়। বহু কষ্টে খোজাখুজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন। জরুরী বিভাগের চিকিৎসক মশিউর রহমান জানান, আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা রেফার্ড করা হয়েছে। অপরদিকে, ভাঙ্গনে কবলে পড়ে বাগেরহাট-রুপসা পুরাতন সড়কের মুচিঘাট ও ভাঙ্গনের পাড় এলাকায় সড়কটির অর্ধেকেও বেশি নদীতে বিলীন হয়ে গেছে। বাকি অংশে মারত্মক ফাটল দেখা দিয়েছে। আর এ কারনেই জোয়ারের সময় সড়ক উপচে হুহু করে পানি ঢুকছে লোকালয়ে। স্বাভাবিক ভাবে যানবাহন চলাচল তো দূরে থাক, মানুষজন হাটতেও পারছেন। যাত্রাপুর ইউনিয়নের ৪ টি গ্রাম জোয়ারের উপচে পড়া পানিতে ফসলের ক্ষেত, ঘরবাড়ি, রাস্তাঘাট প্লাবিত হচ্ছে। একদিকে ভাঙ্গন অপরদিকে অস্বাভাবিক জোয়ারের উপচেপড়া পানিতে দুর্বিপাকের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এমএ মতিন বলেন, ভাঙ্গনের ভয়াবহতা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। গুরুত্বপূর্ণ রাস্তাটির অর্ধেকেও বেশী নদীতে চলে গেছে। আবার জোয়ারের সময় উপচে পড়া পানিয়ে অন্তত ১০ গ্রাম প্লাবিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বারবার দায়সারা কাজের কারনে ভাঙ্গন আরও বাড়ছে। দ্রুত টেকসই বাঁধ নির্মানের দাবী জানান তিনি। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ভাঙ্গন এলাকা পরিদর্শন করা হয়েছে। দ্রুত নদী পাইলিং এর কাজ করা হবে। যেহেতু সড়কটি সড়ক ও জনপথ বিভাগের তাই সড়ক সংস্কারের কাজ তারাই করবে। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, নদী ভাঙ্গনে সড়কটি ধসে নদীতে বিলিন হয়ে যাচ্ছে। জোয়ারের পানি উপচে নানা ক্ষতি হচ্ছে। তবে নদী শাসনের কাজ করবে পাউবো। সওজ-এর পক্ষ থেকে সড়কটি সচল রাখতে ও ঝুকি এড়াতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here