যশোর জেলা প্রশাসক আশরাফ উদ্দিনকে যুগ্ন সচিব পদে পদোন্নতি

0
351

 

জাহিরুল ইসলাম মিলন,যশোর জেলা প্রতিনিধি :

যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন উপ-সচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতির এ আদেশ জারি করা হয়।এর আগে গত ২রা মে মো. আশরাফ উদ্দিন যশোরের জেলা প্রশাসক হিসেবে বদলি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।১৫ই মে বৃহস্পতিবার সকাল আনুষ্ঠানিকভাবে বিদায়ী জেলা প্রশাসক ড. হুমায়ুন কবিরের কাছ থেকে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন,প্রসঙ্গত জেলা প্রশাসক পদটি উপ-সচিব পদমর্যাদার সাধারণত সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের এ পদে নিয়োগ দেয়া হয়।অপরদিকে একই পদমর্যাদার কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন।যশোরের জেলা প্রশাসক পদে যোগ দেয়ার আগে বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে নিয়োজিত ছিলেন মো. আশরাফ উদ্দিন।সিলেট সদরের বাসিন্দা মো: আশরাফ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে এম,কম সম্পন্ন করেন। এরপর১৩তম বিসি এসের মাধ্যমে চাকরিতে যোগদান করেন। বগুড়ার জেলা প্রশাসক হিসেবে যোগদানের আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ২ সন্তানের জনক, পুত্র সন্তান সেনাবাহিনীর অফিসার পদে আছেন।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here