যশোরের শার্শা সীমান্তে ১৪৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার

0
337

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত থেকে ১৪৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন মাদক চোরাচালানীকে আটক করতে পারেননি বলে জানালেন বিজিবি সদস্যরা।

শুক্রবার(২২ ফেব্রুয়ারি) রাতে শার্শার শালকোনা সীমান্তের মাঠের ভিতর থেকে এ ফেন্সিডিলের চালান উদ্ধার করা হয় বলে রবিবার সকালে বেনাপোল সদর বিজিবি কোম্পানী ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানালেন বিজিবি সদস্যরা।

এসময় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মাদ ফারুক হোসেন বলেন, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শালকোনা ক্যাম্পের হাবিলদার সাইদ এর নেতৃত্বে ভারত সীমান্তবর্তী শালকোনা মাঠে অভিযান পরিচালনা করে ১৪৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে, চোরাচালানিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাঠের ভিতর ফেন্সিডিলের চালানটি ফেলে পালিয়ে যাওয়ায় কোন চোরাচালানীকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ফেন্সিডিল যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হেড কোয়ার্টারে নিয়ে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here