যশোরের শার্শায় ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

0
308

জাহিরুল ইসলাম মিলন।।যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ৩টি মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালতের পৃথক পৃথক অভিযানে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মিষ্টির দোকানগুলিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে দোকান মালিকদের বিরুদ্ধে মামলা দিয়ে এই জরিমানার টাকা আদায় করা হয়। সোমবার বিকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার নাভারণ বাজারের ”ঢাকা হোটেল এন্ড রেষ্টুরেন্ট” এর মালিক মিন্টুকে নগদ ১৫’হাজার টাকা, ”মুসলিম হোটেল এন্ড রেষ্টুরেন্ট” এর মালিক ওসমান গনিকে নগদ ২০’হাজার টাকা এবং ”ঘোষ ডেয়ারী” এর ম্যানেজারকে নগদ ২’হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় নাভারণ বাজারের কাঁচা বাজারে দোকানগুলিতে নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালত অসন্তোষ প্রকাশ করেন এবংযথাশীঘ্রই সম্ভব নিত্যপণ্যের মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ প্রদান করেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here