যশোরের বেনাপোল সীমা‌ন্তে স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

0
342

খবর৭১:জাহিরুল ইসলাম মিলন,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে ৪ পিস স্বর্ণেরবারসহ ইসমাইল শেখ (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে তাকে আটক করা হয়।

ইসমাইল ভারতের চেন্নাইয়ের পুরাতন ওয়াসার পেনপেট থানার সাজ্জামুন্নুসামী গ্রামের সেলিম শেখের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোষ্ট এলাকায় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের (ঢাকা মেট্রো-গ ১৪-১১৬৯) যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এসময় ৪ পিস (২.১৫৮ কেজি) স্বর্ণের বারসহ ইসমাইল শেখ নামের এক পাচারকারী ভারতীয় যাত্রীকে আটক করা হয়। জব্দ স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৯২ লাখ ৭৯ হাজার ৪শ’ টাকা।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেক আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ পিস স্বর্ণেরবারসহ আটক ওই ভারতীয় নাগরিককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here