যশোরের বেনাপোলে বিপুল ফেন্সিডিল উদ্ধার

0
419

 

জাহিরুল ইসলাম মিলন জেলা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে আসার সময় ১০৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ২১ বিজিবি সদস্যরা।

বেনাপোলের দৌলতপুর বালুর মাঠ এলাকায় থেকে এ বিপুল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এসব মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে একদল চোরাকারবারী ফেন্সিডিলসহ ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোলের বালুর মাঠ এলাকায় অবস্থায় করছে। এ সময় বিজিবির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহল দল তাদেরকে ধাওয়া করলে মাথায় বহনকৃত ফেন্সিডিল রেখে পালিয়ে যায়। এই সময় সেখান থেকে তাদের ফেলে যাওয়া ১০৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুল হক জানান, আটক ১০৯৫ বোতল ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৪,৩৮,০০০/- টাকা।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here