যশোরের বেনাপোলে ফিটকিরির স্থলে শাড়ী ও থ্রিপিচ আমদানীর ভারতীয় ট্রাক আটক করেছে কাষ্টমস

0
241

জাহিরুল ইসলাম মিলন।।যশোর জেলা প্র‌তি‌নি‌ধি :
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানীকৃত ফিটকিরির স্থলে শাড়ী থ্রিপিচ আমদানী করায় বন্দর অভ্যন্তর থেকে ভারতীয় ট্রাক সহ পণ্য চালানটি আটক করেছে কাষ্টমস কর্তৃপক্ষ। বেনাপোল কাষ্টমস হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকাস্থ ফারদিন ট্রেড ইন্টান্যাশনাল নামে বাংলাদেশী এক আমদানী কারক ভারত থেকে ৩০০’শ প্যাকেজ ( ১৫ মেট্রিকটন) ফিটকিরির আমদানীর জন্য ব্যাংক থেকে এলসি খোলেন। যার এলসি নম্বর ১৮৯১১৮০১০০৫৬ তারিখ ০৪.০৪. ২০১৮। কিন্ত পণ্য চালানে ফিটকিরির স্থলে উন্নত মানের শাড়ী থ্রিপিচ আমদানী করে বৃহষ্পতিবার রাতে বন্দরের ৩৪ নম্বর সেডে প্রবেশ করেছে।
এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল কাষ্টম কমিশনার মোঃ বেলাল হোসাইন চৌধুরীর নির্দেশনা মোতাবেক আমরা কাষ্টমস গোয়েন্দার একটি টিম নিয়ে বন্দরের ৩৪ নম্বর সেডে অভিযান চালিয়ে ভারতীয় ডব্লিয় বি- ২৩ এ-৩২৭৩ নম্বরের একটি ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকের ডালা খুলে ফিটকিরির স্থলে উন্নত মানের শাড়ী থ্রিপিচের চালান দেখতে পায়। পরে শুক্রবার বিকালে ট্রাকে থাকা মালামাল পরীক্ষন করে ২৭৮০ পিচ বিয়ের শাড়ী, উন্নত মানের সিনথেটিক কাপড় ৪২০ কেজি ও ৬৭০ কেজি কসমেটিক্স পাওয়া যায়। যার বাজার মুল্য এক থেকে দেড় কোটি টাকা বলে কাষ্টমস সূত্র জানান। আটককৃত পণ্য চালানে প্রায় ৬৪ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্ঠা চলছিল। সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার জন্য মিথ্যা ঘোষনা দিয়ে আমদানী করায় পণ্য চালানটি আটক করে বেনাপোল কাষ্টম হাউসে জমা দেয়া হয়েছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here