যশোরের বেনাপোলে কাস্টমস্ সিএন্ডএফ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

0
212

জাহিরুল ইসলাম মিলন,,যশোর প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং (সিএন্ডএফ এজেন্ট) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।
বুধবার( ২৩শে এপ্রিল) সকালে যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বেনাপোল কাষ্টমস হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হুসাইন চৌধুরী।
যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক এটিএম গোলাম মাহবুবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার জাকির হোসেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক মহাসিন মিলন, জামাল হোসেন সহ কাস্টমস, বন্দর, ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে পনের দিন ব্যাপী কাষ্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সে ২০ জন তরুণ অংশগ্রহন করেছে।
প্রধান অতিথি বেনাপোল কাষ্টমস হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী বলেন, “যুবরাই দেশের সম্পদ, বেনাপোল বন্দরের বানিজ্য প্রসারে যুবদের এগিয়ে আসতে হবে। এই কোর্স মাধ্যমে বন্দর নগরীর বানিজ্য সম্পর্কে একটি ইতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসবে” বলে তিনি আশা প্রকাশ করেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here