যশোরের পরিবার-পরিকল্পনা মাঠ কর্মচারী মানববন্ধন

0
267

খবর৭১:জাহিরুল ইসলাম মিলন।।যশোর জেলা প্রতিনিধি :
যশোরের শার্শায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির শার্শা শাখার উদ্দ্যোগে মানব বন্ধন পালিত ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উক্ত মানববন্ধন পালন করা হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের নিকট মহাপরিচালক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির যশোর জেলার সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, শার্শা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আলাউদ্দীন আল আজাদ খাঁন, মহিলা বিষয়ক সম্পাদিকা সাফিয়া খাতুনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা উন্নীত করণ সহ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন এর
লক্ষ্যে এসময় বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আজ নানা বৈষম্যের শিকার। বেতন বৈষম্য, টেকনিক্যাল স্কেল বঞ্চিত, টার্গেট প্রথার অসহনীয় যন্ত্রনা, পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্ব পালনের পরও উর্ধতন কর্মকর্তার নির্দেশে অনিচ্ছা স্বত্বেও চাকরি রক্ষায় বাধ্য হয়ে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এছাড়াও উন্নয়ন রাজস্বের অমানবিক সমস্যা, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে উন্নীতকরণ- নিয়োগবিধি বাস্তবায়ন ও হালনাগাদ করণ সহ নানাসমস্যা নিয়ে সরকারের দৃষ্টিগোচর করেও ন্যায্য অধিকার প্রাপ্তির ফলাফলের আলোকে মুখ দেখিনাই। বাধ্য হয়ে দাবী আদায়ে আদালতের স্মরণাপন্ন হয়েছি। এখন আবারো সরকারকে আদালতের রায় দ্রুত বাস্তবায়নে আন্দোলন করতে হচ্ছে। অনতিবিলম্বে দাবী আদায় না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here