যমুনা ফিউচার পার্কে বৈশাখী মেলা

0
256

খবর ৭১:দেশের বৃহত্তম মার্কেট যমুনা ফিউচার পার্কে চলছে বৈশাখী মেলা, বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষের ঢল নেমেছে মেলায়।

মেলায় নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বৃষ্টিকে উপেক্ষা করে মেলায় ক্রেতা দর্শনার্থীদের ঢল নামে।

পহেলা বৈশাখ উপলক্ষে শনিবার সকাল থেকে শুরু হয় এই মেলা। চলবে রাত ১০ পর্যন্ত।

সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল থেকেই মেলায় ক্রেতাদের ভীড় ছিল চোখে পড়ার মতো। এ সময় যমুনা ফিউচার পার্ক পরিণত হয় বাঙালিদের মিলন মেলায়।

মেলায় পাওয়া যাচ্ছে, ক্রোকারিজ পণ্য, কসমেটিকস, শিশুদের খেলনা, চশমা, সানগ্লাস, শাড়ি, থ্রি-পিচ, খাবারের দোকান ও শিশুদের আনন্দ দেয়ার জন্য রয়েছে চরকিসহ বিনোদনের কিছু ব্যবস্থা। এছাড়া রয়েছে মাটির জিনিসপত্র।

মেলায় মা নিলার সঙ্গে ঘুরতে এসেছে নিশান। নীলা জানায়, মেলায় যাওয়ার বায়না ধরেছে তাই নিয়ে এলাম। মেলা
থেকে নাকি একতারা কিনবে। এছাড়া কসেমটিকস বিক্রেতা মোমেন জানায়, সকাল থেকেই মেলায় তিল ধারণের ঠাঁই নাই। মেলায় ক্রেতার ঢল নামায় বেচা-বিক্রি ভাল।

মেলায় বাবা মেননের সঙ্গে বেড়াতে এসেছে তিশা, ঘুরে ঘুরে দোল খাচ্ছে নাগর দোলায়।

পাঁচ বছরের এশা জানায়, নাগরদোলায় ওঠার মজাই আলাদা, না আসলে অনেক মিস করতাম।

বাবা মেনন বলেন, শহরের যান্ত্রিক জীবনে গ্রামের মেলা খুজে পাওয়া কঠিন। তবে বিকল্প খুঁজতে এখানে আসা। যারা এই মেলার আয়োজন করে শিশুদের আনন্দ দেয়ার ব্যবস্থা করেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here