যন্ত্রকে সাড়ে চার লাখ বিয়ের প্রস্তাব

0
342

খবর ৭১:মাত্র এক বছরের মধ্যেই সাড়ে চার লাখ বিয়ের প্রস্তাব! হ্যাঁ, শুনতে যতই অবিশ্বাস্য লাগুক- এমন ঘটনাই ঘটেছে ভারতে। তবে ‘পাত্রী’ কোনো মানুষ নয়। নেহাতই এক সফটওয়্যার। আর সেটি হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট।

গুগল অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যারটি গত বছর উদ্বোধন করেছিল গুগল। মোবাইল ফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এ সফটওয়্যারটি ব্যবহার করা হয়। ভারতের সাড়ে চার লাখ ইন্টারনেট ব্যবহারকারী তাকেই বিয়ের প্রস্তাব দিয়েছে। খবর এবেলার।

খবরে বলা হয়েছে, গুগল হোমের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট ঋষি চন্দ্রন জানিয়েছেন বিয়ের প্রস্তাবের এ তথ্য। ভারতে এই সফটওয়্যারটি খুব জনপ্রিয় হয়ে উঠছে বলে জানান তিনি। কেবল ইংরেজি নয়, গুগল অ্যাসিস্ট্যান্ট এখন প্রশ্ন করে হিন্দিতেও।

গুগলে সার্চ করার কাজে সাহায্য করতে স্বতঃপ্রবৃত্ত হয়ে এসে গুগল অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে ‘‘হাই, হাউ ক্যান আই হেলপ?’’ এরপরে প্রয়োজনীয় তথ্যের জন্য প্রশ্ন না করে অনেকেই রসিকতা করে বিবাহ প্রস্তাব দিয়েছে তাকে। জানতে চেয়েছে, ‘‘ওকে গুগল, উইল ইউ ম্যারি মি?’’

গুগল হোম ও গুগল হোম মিনি স্মার্ট স্পিকারের উদ্বোধনের অনুষ্ঠান ছিল বুধবার। এইদিনই ঋষি এই মজার খবরটি দেন সবাইকে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here