যতই দিন যাবে, ততই পরিস্থিতি বিশৃঙ্খল হবে

0
327

খবর৭১:২০ দলীয় জোটের শরীক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ড. কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, ‘আগামী দিনগুলো খুবই কঠিন। প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই খারাপ সময় আসছে। যতই দিন যাবে, ততই পরিস্থিতি বিশৃঙ্খল হবে, রক্তপাত বৃদ্ধি পাবে।’

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে এলডিপি কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এলডিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক সংকট মোকাবিলায় বিরোধী দলগুলোকেও সংযত হতে হবে। পাশাপাশি সরকারকেও নমনীয় হতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কর্নেল অলি বলেন, ‘সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য আমি বঙ্গবন্ধু কন্যাকে অনুরোধ করব, রক্তপাত এড়ান। গালি দিয়ে, মন্দ কথা বলে, কাউকে শাসিয়ে, সমালোচনা করে সমস্যার সমাধান হবে না। বসেন, আলোচনা করেন।’

আগামী দিনে কীভাবে সুন্দর নির্বাচন হবে, প্রত্যেকটি রাজনৈতিক দল কীভাবে অংশগ্রহণ করবে, সকলের জন্য কীভাবে সমান-সুযোগ নিশ্চিত করা হবে, এগুলো নিয়ে কথা বলার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান এলডিপি সভাপতি।

বাংলাদেশের ব্যাংক হরিলুটের কথা উল্লেখ করে কর্নেল অলি বলেন, ‘২০১৮ সাল রাজনৈতিক ও অর্থনৈতিকভাবেও খুবই কঠিন। এমন কোনো ব্যাংক নেই যেখানে তারল্য সংকট নেই। অনেক ব্যাংক তাদের মূলধন পর্যন্ত দুর্নীতির মাধ্যমে পাচার করেছে। লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।’

বিগত ২০ বছরে যারা বিদেশে টাকা পাচার করেছে, যারা দ্বিতীয় হোম করেছে মালয়েশিয়া এবং অন্যান্য দেশে তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই বলেও মন্তব্য করেন অলি।

এসময় আরও বক্তব্য রাখেন- এলডিপি মহাসচিব ড. রোদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মো. আবদুল্লাহ, ভাইস চেয়ারম্যান মো. বশির ও প্রকৌশলী কামাল উদ্দিন মোস্তফা প্রমুখ।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here