ময়লার ঝুড়িতে মিলল ৮ কোটি টাকার স্বর্ণ

0
330

খবর ৭১ঃ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়িতে ৪৮টি স্বর্ণের বার পাওয়ার গেছে। যার মোট ওজন ১৫ দশমিক ৭৩৮ কেজি। যার বাজারমূল্য ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।
শুক্রবার রাত দেড়টার দিকে বিমান বন্দন ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

শনিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই অধিদপ্তরের কর্মকর্তারা রাত দেড়টার দিকে সেখানে যান। এরপর ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ি থেকে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় নয়টি প্যাকেট পাওয়া যায়।
উদ্ধারকৃত এসব স্বর্ণের বারের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here