ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে নৌকার হাল ধরতে চান ডিএজি এডভোকেট আব্দুল হাই

0
339

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে হাল ধরতে চান (২০০৮ সনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রাপ্ত) ডেপুটি এর্টনী জেনারেল এ্যাডভোকেট আব্দুল হাই কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক সাবেক কারা নির্যাতিত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা এডভোকেট মোঃ আব্দুল হাই। তিনি নান্দাইলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ আওয়ামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় নেতা হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সন থেকে এখন পর্যন্ত নান্দাইলে দলীয় কর্মকান্ডে জড়িত থেকে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ব্যাপক গণসংযোগ সহ বিলবোর্ড, উন্নয়ন লিফলেট বিতরণ সহ নান্দাইলের শিক্ষা-প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগ দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় সারাদেশে মানুষের মৌলিক অধিকার সহ বিভিন্নখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়নে নৌকায় মার্কায় ভোট দিন।’ নান্দাইল আসনে নৌকার মনোনয়ন বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যথাসময়ে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করবেন। নেত্রী যাকেই মনোনয়ন দিবেন তাঁর পক্ষেই নৌকার সমর্থনে কাজ করে যাবেন। এছাড়া তিনি আরও বলেন, নিজের মনোনয়ন প্রাপ্তির বিষয়ে আমি আস্থাশীল। তিনি নিজ এলাকায় এডভোকেট আব্দুল হাই কলেজ, হাজী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এসময় জনগণ বলেন, “নৌকা নিয়ে আসেন, আমরা আপনার সাথে আছি”। এসময় নান্দাইলের তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দ সাথে ছিলেন। স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দ তাঁর মনোনয়ন প্রাপ্তির বিষয়ে শত ভাগ আশাবাদী।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here