মৌলভীবাজারে দু’জনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন

0
335

খবর ৭১: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারে রাজ নগর উপজেলার পাঁচ যুদ্ধাপরাধীর ২ জনকে ফাঁসি ও ৩ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে ২০ নভেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।

এই মামলার পাঁচ আসামির নেসার আলী ও উজায়ের আহমেদ চৌধুরীকে ফাঁসি ও শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, ও ইউনুস আহমেদকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এরমধ্যে ইউনুস আহমেদ ও উজায়ের আহমেদ চৌধুরী কারাগারে আছেন, বাকিরা পলাতক।

২০১৫ সালের ১৩ অক্টোবর ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ২০১৬ সালের ২০ জানুয়ারি তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৬ সালের ৮ ডিসেম্বর চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here