মোল্লাহাটে শিশু-কিশোর-কিশোরী কার্যালয়ের ৮ম বর্ষবরণ অনুষ্ঠিত

0
213

হেদায়েত হোসাইন লিটন বাগেরহাট প্রতিনিধিঃ
কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা ক্রেস্ট প্রদানসহ বিভিন্ন কর্মসূচিতে শিশু-কিশোর-কিশোরী কার্যালয়ের ৮ম বর্ষকরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত কার্যালয়ের প্রধান শিক্ষক পূজা রানী সরকারের সভাপতিত্বে রবিবার বিকেলে দেরবোয়ালিয়া মহারাজ সরকারের বাড়ীর উঠানে জাঁক-যমক পূর্ণ এ বর্ষবরণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল আলম, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধূরী, ব্র্যাকের সিনিয়র জেলা ব্যাবস্থাপক পলাশ হালদার ও প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস বিপ্লব। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, সাংবাদিক এস,এম মিজানুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সংগঠক মোঃ ইদ্রিস আলী, উদয়পুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সফিকুল আলম সুজন, শিশু-কিশোর-কিশোরী কার্যালয়ের প্রিয়া সরকার, টুম্পা সরকার, মিতু বিশ্বাস, আমেনা খানম, আকাশ সরকার, পল্লব বিশ্বাস, রাহুল সরকার, তামিম শেখ, তানভীর শেখ, ইব্রাহিম হেলাল, শ্যামলী হাজরা, মালতী, ঝর্না ও গীতা প্রমূখ। অনুষ্ঠান স ালনা করেন শিশু-কিশোর-কিশোরী কার্যালয়ের তত্বাবধায়ক সজিব সরকার। এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো এম.এম.সি. মাল্টিমিডিয়া।
সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় উপজেলা নির্বাহী অফিসার মামুন আল-ফারুক, প্রেসক্লাব মোল্লাহাট, জাতীয় মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, দেরবোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি মোল্লাহাট শাখাকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here