মোরেলগঞ্জে ও শরণখোলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

0
221

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষ’ সবার জন্য সবত্র’ এই স্লোগানে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটেরমোরেলগঞ্জে ও শরণখোলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে।মোরেলগঞ্জে ও শরণখোলায়উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলাচেয়ারম্যান আলহাজ্ব এ্যাড: মোঃ শাহ্-ই-আলম বাচ্চু মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি। সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ শর্মী রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেগম রেবেকা খাতুন, বাজার কমিটির সম্পাদক দেলোয়ার হোসেন, এসআই ইকরামুল ইসলাম, কাউন্সিলর মো. রেদোয়ান, মো. মহিদুল ইসলাম প্রমুখসহ স্বাস্থ্য বিভাগে সকল কর্মকর্তা কর্মচারী সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা।আপরএদিকে শরণখোলায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্দোগে ৭ এপ্রিল সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্নাঢ্য র‌্যালি রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনের প্রশিক্ষন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘সর্বজনিন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য সর্বত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরণখোলা উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকার্তা ডাঃ অসিম কুমার সমদ্দারের সভাপতিত্বে এবং পরিসংখ্যান বিদ বলরাম কিত্তনিয়ার পরিচালনায় বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ কাজী মাহমুদা সুলতানা, ডাঃ দিবাকর বসাক সহ স্বাস্থ্য বিভাগে সকল কর্মকর্তা কর্মচারী সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here