মোরশেদ খানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

0
310

খবর৭১:চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর নানা কারণে ৭৮৬টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। এদের মধ্যে অনেকেই প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।

আপিল শুনানির তৃতীয় ও শেষ দিন শনিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শুনানি শুরু হয়।

আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ মোট ২৩৩ জন আবেদনকারীর আপিল শুনানি গ্রহণ করবে কমিশন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here