মোদির বাংলাদেশে আসা প্রতিহতের ঘোষণায় বিব্রত নয় সরকারঃ কাদের

0
492
মোদির বাংলাদেশে আসা প্রতিহতের ঘোষণায় বিব্রত নয় সরকারঃ কাদের

খবর৭১ঃ মুজিব বর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসা প্রতিহতের ঘোষণায় সরকার মোটেও বিব্রত নয় বল জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে সচিবালয়ে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে যান। পরে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সাংবাদিকেরা ওবায়দুল কাদেরের কাছে জানতে চান, ভারতের সাম্প্রতিক প্রেক্ষাপট তুলে ধরে বাংলাদেশের একটি পক্ষ ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ প্রতিহত করার যে ঘোষণা দিয়েছে, তাতে সরকার বিব্রত কি না। জবাবে তিনি বলেন, ‘আমরা মোটেও বিব্রত না। আমরা মনে করি, এটা যারা করছে তাদের এটা করা মোটেও উচিত হচ্ছে না। মুজিব বর্ষকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানানো উচিত।’ এ সময় দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলেন কাদের। তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ও সুদৃঢ় হবে।’

সাংবাদিকেরা ওবায়দুল কাদেরের কাছে জানতে চান, কী নিয়ে আলোচনা হতে পারে? উত্তরে তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় বিষয় নিয়ে যখন আলোচনা হবে, তখন সব বিষয়ে আলোচনা হবে।’

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রসচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here