মোদিকে কাশ্মীর সংকট নিরসন করতে বললেন হাসান রুহানি

0
512
মোদিকে কাশ্মীর সংকট নিরসন করতে বললেন হাসান রুহানি

খবর৭১ঃ কাশ্মীরবাসীর সমস্যা সমাধানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। অবিলম্বে কাশ্মীর সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে ভারতীয় প্রধানমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, জাতিসংঘের ৭৪তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়েও কথা বলেন হাসান রুহানি।

ইরানের প্রেসিডেন্ট জ্বালানী সহযোগিতা অব্যাহত রাখা এবং ইরানের চাবাহার সমুদ্রবন্দর উন্নয়নে পুঁজি বিনিয়োগের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, চাবাহার বন্দরের মাধ্যমে ভারত, ইরান ও আফগানিস্তান তিন দেশই লাভবান হচ্ছে এবং ভবিষ্যত প্রজন্মগুলো এর সুফল আরো বেশি ভোগ করতে পারবে।

রুহানির সঙ্গে সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী তার সর্বশেষ তেহরান সফরের কথা স্মরণ করে বলেন, ইরানকে তিনি তার নিজের দেশের মতোই ভালোবাসেন। জাতিসংঘের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা ছাড়া ভারত অন্য কোনো দেশের পক্ষ থেকে এককভাবে আরোপিত নিষেধাজ্ঞা মানে না বলেও দাবি করেন নরেন্দ্র মোদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here