মোংলায় ভূমি দস্যু চক্রের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্থ ও নিঃস্ব হচ্ছে শতাধিক গ্রামবাসী

0
204

বাগেরহাট প্রতিনিধি:
মোংলায় ভূমি দস্যু ও মামলাবাজ চক্রের ফাঁদে আটকে ক্ষতিগ্রস্থ ও নিঃস্ব হয়ে পড়েছে প্রায় শতাধিক গ্রামবাসী। একের পর এক হামলা ও মামলায়সহ নিরীহ গ্রামবাসীর পৈত্তিক ভিটামাটি জাল-জালিয়াতির মাধ্যমে দখলে নিচ্ছে ওই চক্রটি। এ চক্রটির হাত থেকে নিস্তার পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলার চিলা বাজার সংলগ্ন দক্ষিণ কাইনমারী গ্রামের ক্ষতিগ্রস্থ গ্রামবাসী। মোংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্যে শেখর পাড়ই বলেন, এলাকার হামলা-মামলাবাজ ভূমি দস্যু হিসেবে চিহ্নিত কৈলাশ পাড়ই বাহিনীর অত্যাচারে অতিষ্ট গ্রামের হিন্দু ও খ্রীষ্টান সম্প্রদায়ের অসংখ্য পরিবার। জবর দখল ও জাল-জালিয়াতির মাধ্যমে নিরীহ ও স্বল্প শিক্ষিত গ্রামবাসীর বসত ভিটা, ফসলি জমি গ্রাস করে চলেছে কৈশাল চক্রের সদস্যরা। এমনকি গৃহবধু ও যুবতি কন্যারাও ওই চক্রের সদস্যদের লালসা ও নির্যাতনের শিকার হয়ে আসছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ না পেলে সহায়-সম্বল, ভিটা মাটি রেখে গ্রামের নিরীহ মানুষকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না বলে সংবাদ সম্মেলনে জানান ক্ষতিগ্রস্থরা। এ সংবাদ সম্মেলনে নারী-পুরুষসহ বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন। #
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে শুরু
হয়েছে ৩ দিন ব্যাপি মৎস্য মেলা
বাগেরহাট প্রতিনিধি:
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি মৎস্য মেলা। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে শুক্রবার সকালে জেলা মৎস্য অফিস চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্ভোধন করা হয়। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মীর শওকাত আলী বাদশা এমপি। এসময় মেলাল উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় ও জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া হায়দার প্রমুখ।
স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলা দেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে, মাছ চাষে উৎসাহী করতে ও মাছের পুষ্টি বৃদ্ধিতে এবং মানসম্পন্ন খাবার প্রয়োগে মাছের উৎপাদন বৃদ্ধি বিয়ষে জানা যাবে এমন ৭ টি প্রদর্শনী স্টল দিয়ে সাজানো হয়েছে ৩ দিন ব্যাপি এ মেলার।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here